Oppo A5 Pro 5G মোবাইলের ফিচার বা বৈশিষ্ট্য ও ভারতে দাম কত হতে পারে
Oppo A5 Pro 5G মোবাইলের ফিচার বা বৈশিষ্ট্য ও ভারতে দাম কত হতে পারে
Oppo A5 Pro 5g মোবাইলটির ফিচার বা বৈশিষ্ট্য :
রিপোর্ট অনুযায়ী Oppo A5 Pro 5g মোবাইলটি ব্লুম পিঙ্ক বা গোলাপি ও মোছা ব্রাউন বা বাদামি এই দুটি রঙে ভারতে লঞ্চ হবে।
স্টোরেজ (র্যাম - রম ) : Oppo A5 Pro 5g মোবাইলটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম , ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম এই তিনটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। মোবাইলটিতে LPDDR4X র্যাম উপলব্ধ থাকবে। এছাড়াও মোবাইলটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ও OTG সমর্থন করবে।
ডিসপ্লে : Oppo A5 Pro 5g মোবাইলটিতে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। যার রেজুলেশন ১৬০৪ x ৭২০ পিক্সেল ও এলসিডি প্যানেল থাকবে। স্ক্রিন রেশিও ৮৯.৯% ও রিফ্রেশ রেট ১২০ হার্জ। এছাড়াও গরিলা কভার গ্লাস থাকবে।
ক্যামেরা : Oppo A5 Pro 5g মোবাইলটিতে পেছনে ৫০ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
সাইজ ও ওজন : Oppo A5 Pro 5g মোবাইলটির উচ্চতা ১৬৪.৮২ এমএম ও প্রস্থ ৭৫.৫৩ এমএম এবং ওজন হবে ১৯৪ গ্রাম।
ব্যাটারি : Oppo A5 Pro 5g মোবাইলটিতে ৫৮০০ এম.এ.এইচ ব্যাটারি উপলব্ধ থাকবে। সাথে ৪৫ ওয়াট সুপারভোগ টাইপ সি ফাস্ট চার্জার থাকবে।
সেন্সর : Oppo A5 Pro 5g মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলক সাপোর্ট করবে।
নেটওয়ার্ক : Oppo A5 Pro 5g মোবাইলটিতে দুটি সিম কার্ড ন্যানো ও ন্যানো ইউ সিম কার্ড সমর্থন করবে। এছাড়াও ২জি, ৩জি, ৪জি ও ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে।
প্রসেসর :- Oppo A5 Pro 5g মোবাইলটিতে মিডিয়াটেক ডায়মনসিটি ৬৩০০ প্রসেসর উপলব্ধ থাকবে।
অপারেটিং সিস্টেম : Oppo A5 Pro 5g মোবাইলটিতে কালার ওএস ১৫.০ অপারেটিং সিস্টেম উপলব্ধ থাকবে।
এছাড়াও Oppo A5 Pro 5g মোবাইলটি কিনলে বাক্সে ইউএসবি ডাটা ক্যাবল, চার্জার, সিম কার্ড ইজেক্টর, সেফটি গাইড ও প্রতিরক্ষামূলক কেস থাকবে।
Oppo A5 Pro 5g মোবাইলটির দাম কত হতে পারে :
Oppo A5 Pro 5g মোবাইলটির দাম (১৫,০০০ - ২৫,০০০) এর মধ্যে থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। দাম কম বেশি হতে পারে তাই ২৪ শে এপ্রিল ২০২৫ লঞ্চ হলে সঠিক দাম জানানো হবে। সঠিক দাম জানতে আমাদের সাথে থাকুন। শেষ কথা :-
সব মিলিয়ে Oppo A5 Pro 5g মোবাইলটি আকর্ষণীয় ও দুর্দান্ত ডিজাইনের হবে । যারা একটি ভালো 5g ফোন খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ । ৫৮০০ mAh ব্যাটারি হওয়ায় মোবাইলটির ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো হবে বলে আশা করা যাচ্ছে।
দাম কতোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url