রিয়ালমি P3x ৫ জি মবাইলের দাম কত ভারতে
রিয়ালমি P3x 5G দাম কত ভারতে | Realme P3x 5G Price in India in Bengali
Realme P3x 5G :-
আমাদের সবার যে কোন মোবাইল কেনার আগে অবশ্যই তার সমস্ত ফিচার, ভালো-মন্দ দিক জেনে তবেই মোবাইল কেনা উচিত। যারা রিয়ালমি Realme P3x 5G মোবাইলটি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য আজ এই মোবাইল সম্পর্কে আলোচনা করব।
Realme P3x 5G মোবাইলটি লুনার সিলভার, স্টেলার পিংক ও মিডনিং এই তিনটি রঙে এবং ৬ জিবি ও ৮ জিবি RAM এই দুই ভেরিয়েন্টে পাবেন।
Realme P3x 5G মোবাইলটি বৈশিষ্ট্য সমূহ :-
র্যাম ও রম :- Realme P3x 5G মোবাইলটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এই দুই ভেরিয়েন্ট পাবেন।
ক্যামেরা :- Realme P3x 5G মোবাইলটিতে সামনে ৮ মেগাপিক্সেল ও পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন।
ডিসপ্লে :- Realme P3x 5G মোবাইলটিতে 6.72 ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে উপলব্ধ রয়েছে।
ব্যাটারি :- Realme P3x 5G মোবাইলটিতে ৬০০০ এমএএইচ এর ব্যাটারি রয়েছে।
চার্জার :- Realme P3x 5G মোবাইলটিতে ৪৫ ওয়াটের সুপার ভোগ চার্জার রয়েছে। যা খুব দ্রুত চার্জ হতে সাহায্য করবে। এবং কুইক চার্জিং উপলব্ধ রয়েছে।
নেটওয়ার্ক টাইপ :- Realme P3x 5G মোবাইলটিতে ৫জি, ৪জি, ৩জি, ২জি সাপোর্ট করবে। এবং দুটি সিম ব্যবহার করা যাবে।
এছাড়া Realme P3x 5G মোবাইলটি কিনলে বাক্সে পেয়ে যাবেন - অডিও জ্যাক, চার্জার, ইউএসবি ক্যাবল, সিম ইজেক্ট টুল, প্রতিরক্ষামূলক কেস, কুইক স্টেট গাইড এবং সেফটি মেনুয়াল। এবং মোবাইলটি কিনলে এক বছরের মেনুফ্যাকচারার ওয়ারেন্টি ও বাকি সরঞ্জামের ৬ মাসের ওয়ারেন্টি পাবেন।
মুল্য :- মোবাইলটি অনলাইনে ফ্লড়কার্ট ও আমাজন থেকে কিনতে পারেন।
Flipkart এ মোবাইলটির বর্তমান দাম ১৩,৯৯৯ টাকা ( ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ) এবং ১৪,৯৯৯ টাকা ( ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম )।
AMAZON এ মোবাইলটির দাম ১৩,৪৮৪ টাকা (৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ) এবং ১৪,৩৪২ টাকা ( ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম )।
*** প্রশ্ন ও উত্তর ***
১) Realme P3x 5G মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট টাইপ কি রয়েছে ?
উত্তর - Realme P3x 5G মোবাইলটিতে সাইট ফিঙ্গার প্রিন্ট রয়েছে।
২) ওটিজি উপলব্ধ রয়েছে ?
উত্তর - হ্যাঁ । উপলব্ধ রয়েছে।
৩) নেটওয়ার্ক টাইপ কি ?
উত্তর - ৫ জি।
৪) ফিঙ্গারপ্রিন্ট আনলক স্পিড কত ?
উত্তর - 300ms সর্বোচ্চ।
৫) কয়টা মাইক্রোফোন রয়েছে ?
উত্তর - ২ টি মাইক্রোফোন রয়েছে।
৬) Realme P3x 5G মোবাইলটির ওজন কত ?
উত্তর - ১৫৭ গ্রাম।
৭) রিফ্রেশ রেট কত ?
উত্তর - 120Hz.
৮) স্ক্রিন এলসিডি,এমুলেট, ওলেড ?
উত্তর - এমূলেড।
9) Realme P3x 5G মোবাইলটি কি Waterproof ?
উত্তর - Realme P3x 5G মোবাইলটি IP69 জলরোধী ও ধুলোরোধী সমর্থন করে।
শেষ কথা :-
সর্বোপরি Realme P3x 5G মোবাইলটি ১৫ হাজার টাকার মধ্যে একটি দুর্দান্ত মোবাইল। যার ৬০০০ এ.এম.এইচ ব্যাটারি হওয়ায় দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এবং কুইক চার্জ উপলব্ধ থাকায় খুব দ্রুত মোবাইলটি ফুল চার্জ করতে পারবেন। এছাড়াও ক্যামেরার কোয়ালিটি অত্যন্ত ভালো। তাই যদি আপনি ১৫ হাজার টাকার মধ্যে একটি 5G মোবাইল খুঁজছেন, তবে Realme P3x 5G মোবাইলটি আপনার জন্য অত্যন্ত উপযোগী হবে বলে মনে করি।
যেহেতু মোবাইলের দাম সর্বদা পরিবর্তনশীল তাই মোবাইলটি কেনার আগে ভালো করে যাচাই করে নেবেন। দাম কমা বা বাড়ার ফলে দামের হের ফের হতে পারে এবং তা আমাদের দেওয়া দামের সাথে নাও মিলতে পারে।
দাম কতোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url